বেশিরভাগ ল্যাক্টেশন বিশেষজ্ঞদের মতে শিশুকে ফিডার বা বোতলে দুধ খাওয়া অভ্যাস করানোর পূর্বে শিশুর নুন্যতম এক মাস বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যাতে বাচ্চা ঠিকমত স্তন্যপান করা শেখার সুযোগ পায়। অনেক সময় দেখা যায় বাচ্চার মায়ের দেহে কোন প্রকার সমস্যা থাকার কারণে বাচ্চাকে ঠিক মত বুকের দুধ খাওয়াতে পারছে না অথবা বাচ্চার মা চাকুরীজীবী। এক্ষেত্রে বাচ্চাকে বাধ্য হয়েই ফিডার এ করে দুধ খাওয়াতে হয়। এজন্য একজন মায়ের সব থেকে বেশি সাবধানতা অবলম্বন করা উচিত। বাজারে অনেক ধরনের ফিডার এবং নিপল পাওয়া গেলেও উচিত হচ্ছে ভাল মন্দ যাচাই করে তারপর সঠিক ব্র্যান্ড নির্বাচন করা।
মনে রাখবেন শিশুর জন্য মায়ের দুধের বিকল্প নাই।